Kalyani University Admission 2024

জিনোম সায়েন্সে স্নাতকোত্তর করবেন? শীঘ্রই আবেদন জানান কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

বর্তমানে পাঠক্রমের মোট আসনসংখ্যা ১৮। এর মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন রাখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৩৯
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে জিনোম সায়েন্সে উচ্চশিক্ষার সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জিনোম সায়েন্স বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে পড়ুয়াদের এমএসসি কোর্সে ভর্তি নেবে। কোর্সের মেয়াদ দু’বছর। আসনসংখ্যা ১৮। এর মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন রাখা হবে। কোর্সের প্রতি সিমেস্টারের টিউশন ফি ৩০ হাজার টাকা।

স্নাতকোত্তরের এই কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের জীবনবিজ্ঞান, বায়োটেকনোলজি, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স, জেনেটিক্স বা এগ্রিকালচারে বিএসসি অনার্স বা শুধু বিএসসি নিয়ে উত্তীর্ণ হতে হবে। কেবল ২০২৩ বা ২০২৪ সালে উত্তীর্ণদের আবেদনই গ্রাহ্য হবে।

Advertisement

আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর জন্য কোনও অর্থ জমা দিতে হবে না। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর মেধাতালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ২৮ এবং ২৯ নভেম্বর ভর্তির জন্য প্রথম কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। এই বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement