ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুম। ছবি: সংগৃহীত
স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের ডিগ্রি রয়েছে? দীর্ঘ কয়েক বছরের কাজের অভিজ্ঞতা আছে? কাজের সুযোগ খুঁজছেন? এমন প্রার্থীদের চুক্তির মাধ্যমে নিয়োগ করবে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুম। কারা আবেদন করতে পারবেন? নিয়োগের শর্তাবলিগুলি কী কী? সমস্ত তথ্য রইল বিশদে।
কোন বিভাগে প্রয়োজন প্রার্থী?
এমএসএমই টুল রুম কলকাতার ট্রেনিং ডিপার্টমেন্টের জন্য প্রার্থী প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের এক বছর বা তাঁর বেশি সময়ের জন্য কাজের সুযোগ দেওয়া হবে।
আবেদনকারীদের যোগ্যতা:
অনূর্ধ্ব ৪৫ বছরের যে সমস্ত প্রার্থী ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি/ডিপ্লোমা অর্জন করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে যাঁরা মাস্টার ইন বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। শূন্যপদ ১।
পূর্ব অভিজ্ঞতা:
কী ভাবে হবে নিয়োগ?
নির্দির্ষ্ট দিনে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুমে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন জীবনপঞ্জি এবং আনুষঙ্গিক নথি প্রার্থীর কাছে থাকা বাঞ্ছনীয়।
৫ জুলাই, ২০২৩ তারিখে ওয়াক ইন ইন্টারভিউের দিন ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। বেলা ১১টার মধ্যে প্রার্থীদের মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রকের কলকাতা টুল রুমের দফতরে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ এবং অন্যান্য আরও বিষয়ে তথ্যের জন্য প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।