প্রতীকী ছবি।
দ্বাদশ উত্তীর্ণদের জন্য কাজের সুযোগ। স্টোনোগ্রাফার পদে প্রয়োজন প্রার্থী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেসে চলছে নিয়োগ।
কারা আবেদন করতে পারবেন?
দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। তবে তাঁদের কেন্দ্রীয় সরকার অধীনস্থ বা সমতুল্য সংস্থায় স্টেনোগ্রাফার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
দক্ষতা:
· ৮০/৩০ শব্দ প্রতি মিনিটে শর্টহ্যান্ড/টাইপিংয়ে দ্রুততা থাকা প্রয়োজন।
· ইংরেজি ভাষায় হতে হবে দক্ষ।
পদ সংখ্যা:
স্টেনোগ্রাফার চুক্তির ভিত্তিতে মোট সাত জন প্রার্থীকে নিয়োগ করা হবে। ওবিসি ১, তফসিলি উপজাতি ১, অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি ১ এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৪ টি শূন্যপদ রয়েছে।
বয়স:
স্টেনোগ্রাফার পদে ১৮ থেকে ২৭ বছর বয়সি প্রার্থীদের আবেদন গৃহীত হবে।
নিয়োগের পদ্ধতি:
নিয়োগের সময় প্রার্থীদের শর্টহ্যান্ড এবং টাইপ রাইটিংয়ের দক্ষতা পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।
বেতন:
নির্বাচিত প্রার্থীদের ৩৫ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন হবে।
ডাকযোগে প্রার্থীদের আবেদন পাঠাতে হবে ২৫ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদনপত্রের সঙ্গে থাকতে হবে অন্যান্য প্রয়োজনীয় নথিও। নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রার্থীদের দেখে নিতে হবে সংস্থার ওয়েবসাইট।