IGNCA Recruitment 2023

পেশাদার প্রার্থীর খোঁজে ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, রইল বিস্তারিত

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। মাসে ৫০ হাজার টাকা বেতন পাওয়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১১:৫৬
Share:

ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থা ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (আইজিএনসিএ) দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগ হবে সংস্থার গোয়া অধীনস্থ দফতরে।

Advertisement

কোন পদে চলছে নিয়োগ?

পরামর্শদাতা/কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে প্রার্থী। অনূর্ধ্ব ৬২ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদ একটি।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

ইতিহাস, অ্যানথ্রোপলোজি, আর্কিয়োলজি, ফাইন আর্টস, সোশ্যাল সায়েন্সেস বা সমতুল্য কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

পূর্ব অভিজ্ঞতা:

প্রার্থীদের ‘অফিস ম্যানেজমেন্ট’, ‘অ্যাডমিন’, ‘নোটিং’, ‘ড্রাফ্টিং’ বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকার প্রয়োজন। পাশাপাশি, ‘মাইক্রোসফট ওয়ার্ড’ এবং ‘ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিল’ বিভাগেও দক্ষতা থাকা দরকার।

বেতন:

পরামর্শদাতা/কনসাল্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে।

কী ভাবে নিয়োগ করা হবে?

প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন:

মাসে ৫০ হাজার টাকা বেতন হিসেবে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীকে।

ইন্টারভিউ হবে আগামী ৩০ জুন, ২০২৩, বেলা সাড়ে ১০টায়। প্রার্থীদের ইন্দিরা গান্ধি ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের গোয়ার রিজিওনাল সেন্টারে বেলা ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। এই পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement