কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ‘অ্যালায়েড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগের তরফে এই নিয়োগ। হিউম্যান সাইকোলজি, ব্যাচেলর অফ অপটোমেট্রি, ব্যাচেলর অফ ফিজ়িয়োথেরাপি, বিএসসি ইন মেডিক্যাল ল্যবরেটরি টেকনোলজি প্রোগ্রামে পড়াতে হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে সাতটি। প্রোগ্রাম অনুযায়ী আবেদনের যোগ্যতাও আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। হিউম্যান সাইকোলজি প্রোগ্রামে পড়ানোর জন্য সাইকোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। ফিজ়িয়োথেরাপি বিভাগে পড়ানোর জন্যও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র, বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী সাত দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।