Admission in JU 2024

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি ডিপ্লোমার কোর্সের সুযোগ, জানেন কোন বিষয়ে?

বিশ্ববিদ্যালয়ের তরফে ‘সেন্টার ফর স্টাডিজ় ইন কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিইং’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মোট ৫০ জন কোর্সটি করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিশেষ কোর্সের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর জন্য পড়ুয়া বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

‘গাইডেন্স, সাইকোলজিক্যাল কাউন্সেলিং অ্যান্ড ফ্যামিলি থেরাপি’ বিষয়ের উপর পড়ানো হবে এই পোস্ট গ্র্যাজুয়েশন (পিজি) ডিপ্লোমা কোর্সে। যার মেয়াদ এক বছর। বিশ্ববিদ্যালয়ের তরফে ‘সেন্টার ফর স্টাডিজ় ইন কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ওয়েলবিইং’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। মোট ৫০ জন কোর্সটি করার সুযোগ পাবেন। এর জন্য তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। বয়সের কোনও মাপকাঠি নেই।

সপ্তাহে তিন দিন এক ঘণ্টার ক্লাস চলবে। অফলাইন এবং অনলাইনে ভাগ করা থাকবে ক্লাসগুলি। কোর্স ফি বাবদ ১৫ হাজার এবং জিএসটি-সহ ১৭,৭০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য আরও ২ হাজার টাকা জমা দেওয়া প্রয়োজন।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে মেধাতালিকা অনুযায়ী বাছাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ ডিসেম্বর থেকে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হবে ২০২৫-এর ৬ জানুয়ারি। অনলাইনে ইন্টারভিউ হতে পারে ১০ এবং ১১ জানুয়ারি। ভর্তির মেধাতালিকা প্রকাশিত হবে ১৭ জানুয়ারি। ২০ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত কোর্সে ভর্তি হওয়া যাবে। ১০ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হতে পারে।

ভর্তির পদ্ধতি এবং এই বিষয়ে আরও তথ্য জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন। অথবা সরাসরি প্রতিষ্ঠানেও যোগাযোগ করা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement