কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনোলজি বিভাগে এই নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। মোট শূন্যপদ তিনটি। সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফাইন কেমিক্যাল টেকনোলজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং—এই তিনটি বিষয় পড়ানোর জন্য শিক্ষকদের নিয়োগ করা হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য পাঁচ বছর ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল টেকনোলজি/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে এমটেক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২০ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।