BJP Leader's Controversial Comment

‘প্রিয়ঙ্কার গালের মতো’ রাস্তা চান বিজেপি নেতা! কংগ্রেসের তোপের মুখে ‘শিখণ্ডী’ সেই হেমা মালিনী

সমালোচনার মুখেও অবশ্য নিজের মন্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সাংসদ বিধুরি। নিজের বক্তব্যের সমর্থনে লালুপ্রসাদ যাদবের পুরনো একটি মন্তব্যকে ঢাল করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৬:১১
Share:

(বাঁ দিক থেকে) প্রিয়ঙ্কা গান্ধী, রমেশ বিধুরি এবং হেমা মালিনী। —ফাইল চিত্র।

‘প্রিয়ঙ্কার গালের মতো’ রাস্তা বানাতে চান বলে মন্তব্য করে বিতর্কের মুখে বিজেপি নেতা। রবিবার দিল্লির কালকাজি বিধানসভার বিজেপি প্রার্থী রমেশ বিধুরি ভোটের প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যদি আমি জিততে পারি, তবে এই বিধানসভায় প্রিয়ঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ রাস্তা তৈরি করব!”

Advertisement

বিধুরির এই ‘নারীবিরোধী’ মন্তব্যের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে বলেন, “এটাই বিজেপির আসল মুখ। মহিলাদের সম্পর্কে বিধুরির যে ঘৃণ্য মানসিকতা রয়েছে, এই মন্তব্যে তা-ই প্রকাশ পেয়েছে।” সমালোচনার মুখেও অবশ্য নিজের মন্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সাংসদ বিধুরি। নিজের বক্তব্যের সমর্থনে লালুপ্রসাদ যাদবের পুরনো একটি মন্তব্যকে ঢাল করছেন তিনি। প্রসঙ্গত, আরজেডি প্রধান লালু এক বার প্রায় একই ভঙ্গিতে জানিয়েছিলেন যে, তিনি বিহারে অভিনেত্রী হেমা মালিনীর গালের মতো মসৃণ রাস্তা বানাতে চান। ঘটনাচক্রে, হেমা বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ আর লালুর দল কংগ্রেসের সঙ্গেই বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় রয়েছে।

সেই প্রসঙ্গ উল্লেখ করে বিধুরির পাল্টা জবাব, “হেমাজিকে যখন এই কথা বলা হয়েছিল, তখন কংগ্রেসের খারাপ লাগেনি? তিনি (হেমা) এক জন খ্যাতনামী অভিনেত্রী এবং তাঁর সিনেমার মাধ্যমে ভারতের গৌরব বৃদ্ধি করেছেন। যদি লালুর মন্তব্য ভুল হয়, তা হলে আমার মন্তব্যও ভুল।” একই সঙ্গে বিধুরির সংযোজন, “জীবনে কৃতিত্ব অর্জনের নিরিখে হেমা মালিনী প্রিয়ঙ্কার তুলনায় অনেক এগিয়ে।”

Advertisement

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন বিধুরি। ২০২৩ সালে বিজেপি সাংসদ হিসাবে তিনি তৎকালীন বিএসপি সাংসদ দানিশ আলির উদ্দেশে লোকসভার মধ্যেই আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিধুরির সেই মন্তব্য ক্যামেরায় ধরা পড়ার পরেই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। তার পর লোকসভা ভোটে বিধুরিকে টিকিট দেয়নি বিজেপি। দিল্লির বিধানসভা ভোটে অবশ্য দল তাঁকে লড়তে পাঠিয়েছে। বিধুরির বিরুদ্ধে আপের প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement