JU Recruitment 2024

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সাম্মানিক মাসে ৩৫ হাজার টাকা

নিয়োগ হবে ‘জিপিসি রেগুলারিটি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর অর্থানুকূল্যে চালিত একটি গবেষণা প্রকল্পে। এই কাজে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রকল্পটিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

‘জিপিসি রেগুলারিটি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর অর্থানুকূল্যে চালিত ওই প্রকল্পে এক জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এই কাজে প্রতি মাসে তাঁকে ৩৫ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ ১০ মাস। যদিও পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমফার্মা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই নিয়োগ হবে। আগামী ৩ জানুয়ারি বিকেল ৩টে থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সময় মতো পৌঁছে যেতে হবে। আবেদনপত্র সংগ্রহ করতে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে তা থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement