কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
সাংবাদিকতা নিয়ে পড়তে চাইলে খোঁজ নিতে পারেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
সাংবাদিকতা নিয়ে সার্টিফিকেট কোর্সের সুযোগ। প্রতিষ্ঠানের বাংলা বিভাগের তরফে এই কোর্স করানো হবে। আসন ৯৫টি। ছ’মাসের কোর্স। শুরু হবে ’২৫-এর মার্চ মাস থেকে, চলবে অগস্ট পর্যন্ত। বেশির ভাগ ক্লাসই অনলাইনে হবে। তবে, প্রতিষ্ঠানের তরফে কিছু ক্লাস অফলাইনে পড়ানো হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া প্রয়োজন। রেজিস্ট্রেশন মূল্য দু’হাজার টাকা।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১২ ডিসেম্বর ’২৪। এই দিন থেকে আগামী ১৫ দিনের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি মেল করতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে। বাকি প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।