JU Recruitment 2023

জিওলজি নিয়ে পড়েছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণার সুযোগ, শূন্যপদ ক’টি?

প্রথম এক বছরে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৩১,০০০ টাকা ফেলোশিপ হিসাবে দেওয়া হবে। এক বছর পর ফেলোশিপের পরিমাণ বেড়ে মাসিক ৩৫,০০০ টাকা হবে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৮
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

জিওলজি নিয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে গবেষণার সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। এর জন্য আগ্রহীদের অনলাইনেই আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জিওলজি বা ভূতত্ত্ব বিভাগের গবেষণার জন্য এই নিয়োগ। নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ রয়েছে একটি। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। প্রথম এক বছরে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৩১,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। এক বছর পর ফেলোশিপের পরিমাণ বেড়ে মাসিক ৩৫,০০০ টাকা হবে। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।

গবেষণা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অর্থপুষ্ট। প্রকল্পের নাম— ‘স্টাডি অন ইনসিপিয়েন্ট মোশন অ্যান্ড ডাউনস্ট্রিম সর্টিং প্রসেস অফ সিল্ট-স্যান্ড-গ্র্যাভেল মিক্সড স্লোপিং বেড—অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ’।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ আর্থ সায়েন্স/ ফিজিক্সে এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। এ ক্ষেত্রে স্নাতক স্তরে প্রার্থীদের জিওলজি/ জিওলজিক্যাল সায়েন্স/ ফিজিক্স বিষয়গুলি অনার্স/ মেজর সাবজেক্ট হিসাবে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীদের সিএসআইআর নেট বা গেট পাশের শংসাপত্রও থাকতে হবে। যাঁদের সেডিমেন্টোলজি, হাইড্রোজিওলজি বা জিওফিজিক্সে স্পেশালাইজেশন রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহীদের ৫০ টাকা মূল্যের বিনিময়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্ক থেকে আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করতে হবে। এর পর সেই ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২০ সেপ্টেম্বর।

এই পদে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। বাছাই প্রার্থীদের যথাসময়ে ইমেল মারফত ইন্টারভিউয়ের দিনক্ষণ জানানো হবে। ইন্টারভিউয়ের দিন সমস্ত প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য বিশদ জানার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement