ITI Recruitment 2024

কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৫০টি শূন্যপদে নিয়োগ, পোস্টিং কলকাতা-সহ অন্যান্য শহরে

নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৭:২৫
Share:

আইটিআই লিমিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক অধীনস্থ সংস্থা আইটিআই লিমিটেডে কর্মখালি। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় বেশ কিছু শূন্যপদে অস্থায়ী ভাবে বা চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে কাজের সুযোগ মিলবে। এর জন্য আগ্রহীদের আবেদন জানাতে হবে অনলাইনে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ইয়ং প্রফেশনাল পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫০। সংস্থার টেকনিক্যাল, এইচআর, ফিন্যান্স, মার্কেটিং, লিগ্যাল-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের প্রথমে এক বছরের জন্য সংস্থায় নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, আমদাবাদ-সহ অন্যান্য শহরে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। নিযুক্তদের বেতনের পরিমাণ হবে মাসে ৬০,০০০ টাকা। সংস্থার টেকনিক্যাল বিভাগের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্ষেত্রে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে। একই ভাবে অন্য বিভাগের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

Advertisement

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ১৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement