কোল ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল)-এ কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। মঙ্গলবার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ম্যানেজমেন্ট ট্রেনি বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৬৪০। সংস্থার মাইনিং, সিভিল, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিস্টেম এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের বিভিন্ন রাজ্যে নিযুক্তদের পোস্টিং হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এক বছরের প্রশিক্ষণ শেষে সংস্থার তরফে একটি পরীক্ষার আয়োজন করা হবে। যার ভিত্তিতে কর্মীদের ই-৩ গ্রেডে স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। সেই সময়ে নিযুক্তদের বেতনক্রম হবে ৬০,০০০-১,৮০,০০০ টাকা।
শিক্ষানবিশ পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের ২০২৪ সালের গেট (গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট)-এও উত্তীর্ণ হতে হবে।
সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে। অসংরক্ষিতদের আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১,১৮০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় রয়েছে। আবেদনের শেষ দিন আগামী ২৮ নভেম্বর।
এর পর গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি আরও বিস্তারিত ভাবে জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।