কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
চলতি বছরে গড়িয়াহাটের বেঙ্গল মিউজ়িক কলেজ ক্যাম্পাসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস অ্যান্ড মিউজ়িক বিভাগটি চালু করা হয়েছে। সেখানে এ বার মিউজ়িক বা সঙ্গীতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সোমবার এ কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সঙ্গীতের স্নাতকোত্তর (এমমিউজ়)-এ মোট ৯১টি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য কিছু আসন রাখা হবে। শূন্য আসনগুলির মধ্যে ৮০ শতাংশ থাকবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য। বাকি ২০ শতাংশ আসন অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য রাখা হবে। স্নাতকোত্তর পড়ানো হবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজ়িক (ভোকাল), রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা গানের মতো বিভিন্ন বিষয়ে।
সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের সঙ্গীতে স্নাতক বা বিমিউজ় অনার্স বা অনার্স ছাড়া বিমিউজ় থাকতে হবে। স্নাতকে নম্বর থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ। এ ছাড়াও অন্যান্য যোগ্যতাসম্পন্নরাও কোর্সে আবেদন জানাতে পারবেন। তবে সব ক্ষেত্রেই স্নাতক উত্তীর্ণ হতে হবে ২০২৩ বা ২০২৪-এ।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণদের জন্য স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে তাঁদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। অন্য দিকে, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে স্নাতকোত্তরে ভর্তির জন্য যোগ্যতা যাচাই করা হবে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পরে বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে আগামী ১৪ নভেম্বর। ফল প্রকাশ হবে আগামী ১৮ নভেম্বর। এর পরে আগামী ২৭ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।