ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে প্রকাশিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, গণজ্ঞাপন এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এবং ওই বিষয়েই ২০২৩-এর ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
তবে, বিজ্ঞপ্তিতে শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য উল্লেখ করা হয়নি। নিযুক্তদের কর্পোরেট কমিউনিকেশন প্রফেশনাল পদে কাজ করতে হবে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অনলাইনে আবেদনের সময় এই সংক্রান্ত নথি জমা দিতে হবে। একই সঙ্গে প্রার্থীদের বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি আবেদনের সময় জমা দেওয়া প্রয়োজন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র-সহ অন্যান্য নথি অনলাইন পোর্টাল মারফত জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ দিন ২৭ নভেম্বর। এই পদে নিয়োগের অন্যান্য শর্ত জেনে নিতে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।