ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের সুযোগ। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর)-এর তরফে উইন্টার ইন্টার্নশিপের মাধ্যমে সিভিল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ের পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ক্ষেত্রে উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এবং স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের পড়াশোনা যাঁদের সম্পূর্ণ হয়েছে, তাঁরাই এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পড়ুয়াদের মোট চার সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে।
একটি ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভাল করে দেখা প্রয়োজন। তাতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন পাঠাতে হবে।
আবেদনের জন্য ২,০০০ টাকা ফি এবং হস্টেল খরচ বাবদ আরও ১,০০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এই ইন্টার্নশিপ ২০ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। তবে, বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে।