অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ। ছবি: সংগৃহীত
ডক্টর অফ মেডিসিন তথা আয়ুর্বেদ বাচস্পতি-র ডিগ্রি রয়েছে আপনার? কাজের সুযোগ দিচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (এআইআইএ)। সদ্যই প্রতিষ্ঠানের তরফে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উল্লেখিত বিষয় ছাড়াও কোন কোন বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন? আবেদনের ক্ষেত্রে কী কী শর্তাবলি প্রযোজ্য? সেই সমস্ত বিষয় দেখে নিন এক নজরে।
কোন প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন?
এআইআইএ-এর তরফে চলছে ‘‘ক্লিনিকাল স্টাডি অ্যান্ড জেনেটিক অ্যানালিসিস অফ গ্লকোমা ইনডিভিজ্যুয়াল ক্লাসিফায়েড বাই ডোশাজা প্রক্রুতি - অ্যান ওপেন লেবেলড ডাবল আর্রম র়্যানডমাইজ়ড ক্লিনিক্যাল ট্রায়াল’’- প্রকল্পে গবেষণা। এই প্রকল্পের জন্য প্রয়োজন সিনিয়র রিসার্চ ফেলো। শূন্যপদ ১টি।
আবেদনকারীদের কোন ডিগ্রি থাকা দরকার?
সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের ‘শালক্য’ বিষয়ে ডক্টর অফ মেডিসিন তথা আয়ুর্বেদ বাচস্পতি-র ডিগ্রি থাকা দরকার।
পূর্ব অভিজ্ঞতা:
প্রার্থীদের ‘গ্লকোমা’ সংক্রান্ত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কিংবা ‘গ্লকোমা’ রোগীদের পরিষেবা দেওয়ার অভিজ্ঞতা থাকলেও আবেদনকারীর আবেদন গৃহীত হবে।
পদ সংক্রান্ত তথ্য:
১. ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।
২. অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩. এই পদে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক।
৪. মাসিক বেতন হিসেবে মিলবে ৪২ হাজার টাকা।
ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ৩ জুলাই, ২০২৩ বেলা সাড়ে এগারোটা নাগাদ। ওই দিন সমস্ত প্রমাণপত্র এবং জীবনপঞ্জি নিয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের ক্যাম্পাসে বেলা এগারোটার মধ্যে উপস্থিত হতে হবে। পদ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য পেতে এআইআইএ-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।