IIT Bhilai Recruitment 2023

রসায়নে স্নাতকোত্তরদের নিয়োগ করবে আইআইটি ভিলাই, আবেদন করবেন কী ভাবে?

প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের একটি প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। বেতনক্রম আকর্ষণীয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৩:৪১
Share:

আইআইটি ভিলাই। ছবি: সংগৃহীত

রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য রয়েছে কাজের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভিলাইয়ে প্রয়োজন জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । অনূর্ধ্ব ২৮ বছর বয়সি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজন একজন জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট। প্রকল্পটি হল ‘বায়োইন্সাপায়ার্ড কপার অ্যান্ড নিকেল কমপ্লেক্সেস ফর অ্যাকটিভেশন অ্যান্ড কনভার্সন অফ সিওটু ইনটু সিওয়ান-ফিডস্টক’। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর তরফে এই প্রকল্পটিতে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরে তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

Advertisement

পাশাপাশি, সিএসআইআর/ ইউজিসি নেট/ গেট পরীক্ষায় উত্তীর্ণ কিংবা উল্লিখিত বিষয়ের অন্য কোনও গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

কী ভাবে নিয়োগ হবে?

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে প্রার্থী নিয়োগ করা হবে।

বেতন:

জুনিয়র রিসার্চ ফেলো/ প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নির্বাচিত প্রার্থী মাসে ২৮ থেকে ৩১ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

১০ জুলাই, ২০২৩ বেলা ৫টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতে জীবনপঞ্জি-সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং নথি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement