ইন্ডিয়া সিকিউরিটি প্রেস। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় কর্মী প্রয়োজন। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর অধীনস্থ সংস্থার তরফে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে মোট ১২টি পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নিরিখে ২৫ থেকে ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
ওয়েলফেয়ার অফিসার এবং টেকনিশিয়ান, কন্ট্রোল, স্টুডিয়ো, স্টোর, সিএসডি, টার্নার, মেকানিস্ট গ্রিন্ডার, ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক বিভাগে জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১০৮।
কারা আবেদন করতে পারবেন?
পদের নিরিখে আবেদনকারীদের টেকনিক্যাল, কন্ট্রোল, স্টুডিয়ো, স্টোর, সিএসডি, ওয়ার্কশপ বিভাগে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকা প্রয়োজন। ওই শংসাপত্র ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত হতে হবে।
ওয়েলফেয়ার অফিসার পদে মহারাষ্ট্র সরকার অনুমোদিত ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থী প্রয়োজন। তাঁদের ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। মারাঠি ভাষায় সাবলীল এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনে নির্দিষ্ট দিনের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি-সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথি এবং শংসাপত্র পাঠাতে হবে।
কী ভাবে নিয়োগ হবে?
অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে প্রার্থী নিয়োগ করা হবে। পরীক্ষা দেওয়ার জন্য সংস্থার দিল্লি এনসিআর, কলকাতা, মুম্বই, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন, থানে, নাসিক, ভোপাল, হায়দ্রাবাদের দফতরে উপস্থিত থাকতে হবে।
বেতন:
নির্বাচিত প্রার্থীরা পদের নিরিখে মাসে ১৮ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন।
আবেদন গৃহীত হবে ১৫ জুলাই থেকে ১৬ অগস্ট, ২০২৩ পর্যন্ত। অনলাইনে চলতি বছরের অক্টোবর/ নভেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে। এই সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।