NEPA Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন? রইল বিশদ

নেপা লিমিটেড সংস্থায় কোম্পানি সেক্রেটারি এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১১:২৩
Share:

নেপা লিমিটেড, নেপানগর। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় স্নাতক এবং স্নাতকোত্তরদের কাজের সুযোগ। কেন্দ্র অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিষ্ঠানে কোম্পানি সেক্রেটারি এবং ডেপুটি ম্যানেজার পদে প্রার্থী প্রয়োজন। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখে নিন একনজরে।

Advertisement

কোম্পানি সেক্রেটারি:

আইন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট কিংবা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৩২ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

যোগ্যতা:

  • ন্যূনতম পাঁচ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • প্রতিষ্ঠান সম্পর্কিত আইনি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
  • পাশাপাশি, সেক্রেটারিয়াল প্র্যাকটিস, সেক্রেটারিয়াল অডিট, কর্পোরেট গভর্নেন্স নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে।

ডেপুটি ম্যানেজার (ফিনান্স):

কম্পিউটার সায়েন্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-ফিনান্স কিংবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা লাভ করেছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩০বছর বয়সিদের আবেদন গৃহীত হবে। শূন্যপদ একটি।

যোগ্যতা:

  • ন্যূনতম দু’বছর চার্টাড অ্যাকাউন্ট্যান্ট পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • কাগজশিল্প ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার।
  • ফিনান্স এবং ম্যানেজমেন্ট বিভাগে কাজের দক্ষতা থাকলে ভালো।

বেতন:

পদের নিরিখে ১৩ হাজার থেকে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে।

ডাকযোগে সংস্থার দফতরে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতার শংসাপত্র ওই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবেদন গ্রহন করা হবে। এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে ওয়েবসাইটদেখে নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement