ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর শংসাপত্র রয়েছে? এমন প্রার্থীদের নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের গেস্ট কোচ পদে প্রার্থী নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবেন, কী ভাবে নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রইল।
আবেদনকারীদের যোগ্যতা:
- প্রার্থীদের ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এর ‘সি’ শংসাপত্র থাকা বাঞ্ছনীয়।
- জাতীয় স্তরের প্যারেড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ন্যূনতম এক বছর কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন:
- চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
- স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারে প্রশিক্ষক পদে কাজ করতে হবে।
- এক বছর প্রতিষ্ঠানের এনসিসি প্রশিক্ষণের প্রশিক্ষক পদে বহাল থাকবেন।
- প্রতি ঘন্টার হিসেবে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনের শর্তাবলি:
- ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- নির্দিষ্ট দিনে ক্যাম্পাসের স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারে নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
- একটি সাদা কাগজে প্রতিষ্ঠানের স্পোর্টস কাউন্সিল-এর চেয়ারম্যানকে উদ্দেশ করে চিঠি লিখতে হবে।
- ইন্টারভিউয়ের জন্য নাম নথিভুক্ত করতে সেই চিঠিই আবেদনপত্র হিসাবে জমা দিতে হবে।
- জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতা, এনসিসির শংসাপত্রের নথি সঙ্গে রাখতে হবে।
ইন্টারভিউ নেওয়া হবে ২৭ জুলাই, ২০২৩ বেলা ১১ টায়। নির্বাচিত প্রার্থীদের প্রতি ঘন্টার হিসেবে ১৭৫ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। আবেদন এবং ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরের ওয়েবসাইট দেখে নিতে হবে।