আইআইটি আইএসএম ধানবাদ। সংগৃহীত ছবি।
ঝাড়খণ্ডের ইন্ডিয়ান ইনস্টিটউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস), ধানবাদে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের একাধিক বিভাগে অধ্যাপনার সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে প্রফেসর অফ প্র্যাকটিস বা অ্যাসোসিয়েট প্রফেসর অফ প্র্যাকটিস পদে নিয়োগ হবে। যে সমস্ত বিভাগে কাজের সুযোগ রয়েছে, সেগুলি হল— অ্যাপ্লায়েড জিওলজি, অ্যাপ্লায়েড জিওফিজ়িক্স, কেমিস্ট্রি ও কেমিক্যাল বায়োলজি, কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, মাইনিং, পেট্রোলিয়াম, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুয়েল, মিনারেলস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যানেজমেন্ট স্টাডিজ় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, পদার্থবিদ্যা-সহ অন্যান্য সেন্টার। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা বা আবেদনকারীদের বয়সসীমার কথা জানানো হয়নি।
সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পরে তাঁদের কাজের উপর নির্ভর করে নিযুক্তদের চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে অথবা তাঁদেরকে সংশ্লিষ্ট পদে স্থায়ী ভাবে নিয়োগ করা হতে পারে।
প্রফেসর অফ প্র্যাকটিস পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পিএইচডি থাকলে ভাল। পাশাপাশি, কোনও সংস্থায় উচ্চপদে চাকরির ১০-১৫ বছরের অভিজ্ঞতাও থাকা জরুরি।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি এবং অন্যান্য তথ্য বিশদ জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে।