কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন) করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। আগ্রহীদের এর জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস ম্যানেজমেন্ট বিভাগ এমবিএ-তে পড়ুয়াদের ভর্তির সুযোগ দেবে। এমবিএ করা যাবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট (এইচআরডি)-এ। স্নাতকোত্তরের এই কোর্স দু’বছরের। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কোর্সের শূন্য আসনের সংখ্যা জানানো হয়নি।
বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট কোর্সের ক্লাস হবে। কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে অনার্স নিয়ে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি/ মেডিক্যাল সায়েন্সেস/ প্রফেশনাল বা সমতুল বিষয়ে স্নাতকরা। যাঁদের ক্যাট/ ম্যাট/ জেম্যাট/ এক্সম্যাট/ ইউজিসি স্বীকৃত অন্য কোনও জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র রয়েছে, তাঁদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।
সংশ্লিষ্ট কোর্সে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। ২০২৫-এর ২৩ জুন নথি পাঠানোর শেষ দিন। এর পর গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২৫ এবং ২৬ জুন। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।