ইগনু। ছবি: সংগৃহীত।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মখালি। বিশ্ববিদ্যালয় অধীনস্থ ‘স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস’-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে। নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অনলাইন এবং অফলাইনে, দু’ভাবেই আবেদন করা যাবে।
জার্মান বিভাগে কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে বেতন হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্মান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে স্নাতকোত্তরে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে এবং পিএইচডি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। এ ছাড়া, অফলাইনেও বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৫ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।