ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ কর্মখালি। এই মর্মে সদ্যই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অধীনস্থ সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চে কাজের জন্য কর্মী প্রয়োজন।
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট হিসাবে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের পাশাপাশি, দশম উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
নিযুক্তদের দিল্লির দফতরে কাজ করতে হবে। তাঁদের প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ২৮,০০০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন।
পদপ্রার্থীদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, সেই সম্পর্কে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।