ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কলকাতা। ছবি: সংগৃহীত
কলকাতায় কেন্দ্রীয় সংস্থার অধীনে কাজ করার সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ইয়ং প্রফেশনাল পদে প্রার্থী প্রয়োজন।
কাদের নিয়োগ করা হবে?
এগ্রিকালচারাল / মেকানিক্যাল / টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, টেকনোলজি বিষয়ের যে কোনও শাখায় স্নাতকোত্তীর্ণ প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবেদন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
নিযুক্ত প্রার্থীকে কলকাতায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে কাজ করতে হবে।