ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর। ছবি: সংগৃহীত
টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীদের জন্য সুখবর। এমনই ব্যক্তিদের কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির দুর্গাপুরের দফতরে নিয়োগ করা হবে। সংস্থার তরফে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য প্রার্থী প্রয়োজন। এই প্রকল্পে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য মেকানিজ়ম অফ ইন্টারক্রস লিঙ্ক মিডিয়াটেড রেপ্লিকেশন কোলাপস: ইনভলভমেন্ট অফ ফ্যানকনি অ্যানিমিয়া প্রোটিনস’।
কারা আবেদন করতে পারবেন?
সিনিয়র রিসার্চ ফেলো পদে গবেষণার আনুষঙ্গিক বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কিংবা মাস্টারঅফ সায়েন্স (এমএসসি) ডিগ্রি লাভ করেছেন, এমন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।
অভিজ্ঞতা এবং দক্ষতা:
পারিশ্রমিক:
ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-এর অনুমোদনঅনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।
কাজের ধরন:
কী ভাবে নিয়োগ করা হবে?
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ২৮ জুলাই, বেলা ১১টার মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুরের বায়োটেকনোলজি বিভাগে উপস্থিত হতে হবে। ওই দিনই ইন্টারভিউয়ের মাধ্যমে সিনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।