ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ছবি: সংগৃহীত
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-তে কর্মখালি। সেই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ একটি।
কোথায় নিয়োগ করা হবে?
হায়দ্রাবাদ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সদর দফতরে কর্মস্থল হবে।
বেতন:
প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৭ হাজার টাকা থেকে এক লক্ষ ৫১ হাজার টাকা পর্যন্ত।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত প্রার্থী আগে কেন্দ্র/ রাজ্য সরকারের অধীনে স্টেনোগ্রাফার ক্যাডার বিভাগে কাজ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। তাঁদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। আবেদনকারীদের ৫৬ বছরের মধ্যে বয়স হতে হবে।
কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ যেতে হবে। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীকে। বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে আবেদনপত্র। সেটি ডাউনলোড এবং পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
ওয়েবসাইট অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১২ জুলাই, ২০২৩। চলতি বছরের ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এছাড়াও নিয়োগ সংক্রান্ত তথ্য এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি-র ওয়েবসাইটে দেওয়া সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।