ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা ছবি: সংগৃহীত
প্রাণিবিদ্যায় পিএইচডি করেছেন, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের কলকাতার দফতরে পোস্ট-ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। এক থেকে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ দেওয়া হবে।
বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য পোস্ট-ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। এই প্রকল্পে ইন্দো-ফ্রেঞ্চ সেন্টার ফর দ্য প্রোমোশন অফ অ্যাডভান্স রিসার্চ (আইএফসিপিএআর-সিইএফআইপিআরএ)-এর তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। প্রকল্পটির নাম ‘ইউজিং মেশিন লার্নিং টু আন্ডারস্ট্যান্ড দি ইমপ্যাক্ট অফ ওয়াটার কোয়ালিটি অ্যান্ড হ্যাবিট্যাট ডিস্টার্বেন্সেস অন ফিশ কমিউনিটি স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্নস ইন লোয়ার ইস্ট-হিমালয়ান স্ট্রিমস অফ ইন্ডিয়া অ্যান্ড ইন লা মোজেল স্ট্রিম ইন ফ্রান্স ’।
কারা আবেদন করতে পারবেন?
পোস্ট-ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট পদে জীবন বিজ্ঞান/ প্রাণিবিদ্যা/ ইকোলজিক্যাল সায়েন্স/ বায়োস্ট্যাটিস্টিক্স বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি অর্জন করেছেন, এমন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। অনূর্ধ্ব ৩৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ফিশ ট্যাক্সোনমি, ফিশ স্যাম্পলিং বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ইকোলজিক্যাল সায়েন্স বিষয়ে পিএইচডি অর্জন করেছেন, এমন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
পারিশ্রমিক:
মাসে ৪৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেলযোগে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে আবেদন করা যাবে ১৮ অগস্ট, ২০২৩ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তারে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।