ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, নয়া দিল্লি। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রার্থী প্রয়োজন।
প্রতিষ্ঠানের এনসিইআরটি রিসার্চ অ্যাসোসিয়েটশিপ (এডুকেশনিস্টস’/ রিসার্চারস’ পুল) স্কিমের আওতায় তিন মাস কাজ করার জন্য প্রার্থী প্রয়োজন। উক্ত স্কিমে স্কুল শিক্ষা বিষয়ে গবেষণা করার সুযোগ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে চাকরি করছেন, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
অন্যান্য শর্তাবলি:
১. এই পদে এক থেকে দু’বছর পর্যন্ত কাজ করতে হতে পারে।
২. কাজ শুরু করার আগে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
৩. স্কুল শিক্ষা সংক্রান্ত বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৪. নির্বাচিত প্রার্থীকে এনসিইআরটি-র যে কোনও বিভাগে কাজ করতে হতে পারে।
৫. চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে নিয়োগ করা হবে।
পারিশ্রমিক:
রিসার্চ অ্যাসোসিয়েট পদে নির্বাচিত প্রার্থীদের মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
কী ভাবে আবেদন করা যাবে?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে মেলযোগে জীবনপঞ্জি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।
উল্লিখিত পদে আবেদন করা যাবে ১৯ অগস্ট, ২০২৩ পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে হবে।