GKCIET Recruitment 2025

মালদহের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে অধ্যাপনার সুযোগ, নিয়োগ কোন কোন বিভাগে?

প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর সংশ্লিষ্ট পদগুলিতে প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
Share:

জিকেসিআইইটি। সংগৃহীত ছবি।

মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি)-তে শিক্ষক নিয়োগ হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে অধ্যাপনার সুযোগ পাবেন। আগ্রহীদের এর জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ হবে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। মোট শূন্যপদ সাতটি। নিযুক্তদের প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনার সুযোগ মিলবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পদগুলিতে আবেদনের জন্য কোনও বয়সসীমা ধার্য করা হয়নি। তবে বয়স ৬৫ বছর হলে অব্যাহতি দিতে হবে নিযুক্তদের। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের এন্ট্রি পে হবে মাসে ১,৪৪,২০০ টাকা, ১,৩১,৪০০ টাকা এবং ৫৭,৭০০ টাকা।

Advertisement

প্রতিটি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার আলাদা মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে সবিস্তার জানা যাবে।

প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পরে সংশ্লিষ্ট পদগুলিতে প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। তবে তার আগে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। এর পরে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement