HCL Recruitment 2025

হিন্দুস্তান কপার লিমিটেডে ১০৩টি শূন্যপদে কর্মখালি, নিয়োগ কোন কোন পদে?

চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এবং ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ২৮,৭৪০-৭২,১১০ টাকা এবং ২৮,৪৩০-৫৯,৭০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪১
Share:

হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)। সংগৃহীত ছবি।

বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করবে হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল)। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে এক নিয়োগ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ করা হবে কর্মী। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল), ইলেক্ট্রিশিয়ান ‘এ’, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ এবং ডব্লিউইডি ‘বি’ পদে। মোট শূন্যপদের সংখ্যা ১০৩। সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগের পরে তাঁদের ছ’মাস ‘প্রবেশন’-এ রাখা হবে।

সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। চার্জম্যান (ইলেক্ট্রিক্যাল) এবং ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে মাসে ২৮,৭৪০-৭২,১১০ টাকা এবং ২৮,৪৩০-৫৯,৭০০ টাকা। অন্য দিকে, ইলেক্ট্রিশিয়ান ‘বি’ এবং ডব্লিউইডি ‘বি’ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৮,২৮০-৫৭,৬৪০ টাকা।

Advertisement

ইলেক্ট্রিশিয়ান ‘এ’ পদে আবেদনের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিক্যালে আইটিআই প্রদত্ত শংসাপত্রের পাশাপাশি ইলেক্ট্রিশিয়ান হিসাবে কাজের চার বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। যাঁরা দশম শ্রেণি উত্তীর্ণ, তাঁদের ইলেক্ট্রিশিয়ান হিসাবে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়া, সরকারি ইলেক্ট্রিক্যাল ইনস্পেক্টর কর্তৃক প্রদত্ত ওয়্যারম্যান পারমিট থাকাও জরুরি। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আগামী ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে সমস্ত পদে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং রাইটিং এবিলিটি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement