কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের কাজে নির্দিষ্ট মেয়াদের জন্য গবেষক নিয়োগ করা হবে। প্রকল্পের কাজে অর্থ সহায়তা করবে রাজ্য সরকার। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স বিভাগে গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এটি রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি (ডব্লিউবিডিএসটিবিটি)-র অর্থপুষ্ট।
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রকল্পে দু’বছরের বছরের জন্য গবেষক নিয়োগ করা হবে। কাজের ভিত্তিতে এবং প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের জন্য কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপের পরিমাণ হবে মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের জ়ুলজি বা অ্যানিম্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির বিষয়ে বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৮ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পরে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তিটি।