Recruitment in Delhi University

১৪১টি পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, বেতন কত?

ইংরেজি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস-সহ আরও বিভাগে প্রফেসর নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৪১টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ১২:২৭
Share:

দিল্লি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

অধ্যাপক পদে নিয়োগ দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র। সঙ্গীত, বিজ্ঞান, বাণিজ্য, কলা— সব ক’টি বিভাগেই শিক্ষকতার সুযোগ রয়েছে।

Advertisement

ইংরেজি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস-সহ আরও বেশ কয়েকটি বিভাগে অধ্যাপক নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৪১টি। অধ্যাপকরা প্রতি মাসে বেতন পাবেন সরকারি পে লেভের ১৪-র নিয়ম অনুযায়ী। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, প্রয়োজন নূন্যতম ১০ বছরের অভিজ্ঞতাও। এ ছাড়া আরও কিছু শর্তাবলি রয়েছে। বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। পাশাপাশি, সাধারণ বিভাগের প্রার্থীদের ২ হাজার টাকা আবেদনমূল্যও জমা দিতে হবে। আবেদনকারীদের ১৫০০ থেকে ৫০০ টাকা জমা দিতে হবে। ২৪ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement