হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।
প্রতিষ্ঠানের তরফে নিউরাল অ্যান্ড কগনিটিভ সায়েন্সেস সেন্টার জুনিয়র রিসার্চ ফেলো নেবে। জেআরএফ প্রতি মাসে ৩১ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কগনিটিভ সায়েন্স/ সাইকোলজি/ লিঙ্গুইস্টিক/ কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। থাকতে হবে গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ইমেল করতে হবে। ১৮ অক্টোবর ’২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।