চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাজ্যের সরকারি হাসপাতালে এক বছরের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের মেডিক্যাল অঙ্কোলজি-সহ মোট ১১টি বিভাগের জন্য কর্মী প্রয়োজন। সিনিয়র রেসিডেন্ট এবং জুনিয়র রেসিডেন্ট হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ ৩৩টি।
সিনিয়র রেসিডেন্ট হিসাবে ১৪ জন এবং জুনিয়র রেডিসেন্ট হিসাবে ১৯ জনকে নিয়োগ করা হবে। তাঁদের মেডিক্যাল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, হেমাটোলজি, অ্যানাস্থেশিয়োলজি, রেডিয়োলজি, এমার্জেন্সি মেডিসিন বিভাগে কাজ করতে হবে। এই পদে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
সিনিয়র রেসিডেন্ট পদে প্রার্থীদের বয়স ৪৫ বছর এবং জুনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ৬৭,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি অনলাইনে জমা দিতে হবে।
আবেদনমূল্য ২০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন ৭ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট পদে নিয়োগের বিষয়ে আরও জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।