WB Govt Jobs

কোচবিহার জেলায় স্বাস্থ্য দফতরের তরফে নিয়োগ, কোন পদে?

প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি বিভাগে একটি করে শূন্যপদ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৮:১২
Share:

প্রতীকী চিত্র।

কোচবিহার জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কোচবিহার জেলায় কর্মী নিয়োগ করা হবে। একাধিক বিভাগে স্পেশালিস্ট এবং চক্ষু বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিটি বিভাগে একটি করে শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, আরও যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। দিন পিছু ৩ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই ’২৩।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement