বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
চুক্তির ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ হবে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে এক জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে ফিজ়িয়োলজি, জ়ুলজি, অ্যানিম্যাল বায়োটেকনোলজির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর জেব্রাফিশ বা মুরগির ভ্রূণ এবং সেল কালচার নিয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ওই পদে মোট তিন বছরের জন্য কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ২৮,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের পাশাপাশি ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশের ১৫ দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত উল্লিখিত পদে আবেদন গ্রহণ করা হবে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সংশ্লিষ্ট পদে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য ইমেল মারফত পাবেন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।