ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত
ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড (বিসিএল)-এ উচ্চপদে প্রার্থী নিয়োগ করা হবে। সেই মর্মে কেন্দ্রীয় সরকারের পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড এবং বিসিএল-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলকাতার অফিসেই সরাসরি নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে?
সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর কিংবা স্নাতকোত্তীর্ণ হওয়া প্রয়োজন। পাশাপাশি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
আবেদনের জন্য প্রার্থীদের কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ রাষ্ট্রায়ত্ত সংস্থায় ফাংশনাল ডিরেক্টর হিসেবে স্থায়ী পদে নির্দিষ্ট বেতনক্রমে কর্মরত হতে হবে। বিসিএল-এ অফিসার পদে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা।
অভিজ্ঞতা:
ন্যূনতম দশ বছর রেলওয়ে কিংবা হেভি অ্যান্ড মিডিয়াম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। এছাড়াও বিজ়নেস ডেভেলপমেন্ট/ প্রোডাকশন/ অপারেশনস/ মার্কেটিং/ প্রজেক্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন গৃহীত হবে।
বয়স:
আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতন:
নিযুক্ত প্রার্থীর বেতনক্রম হবে ১ লক্ষ ৮০ হাজার থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা। একইসঙ্গে অন্যান্য ভাতাও মিলবে।
কী ভাবে আবেদন করা যাবে?
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি জমা দিতে হবে।
এই পদে আবেদনের শেষ দিন আগামী ২২ অগস্ট। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে আগ্রহীরা বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।