BNP Dewas Recruitment 2023

কেন্দ্রীয় সংস্থায় ১১১টি পদে কর্মখালি, কী ভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত

সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা ব্যাঙ্ক নোট প্রেস-এ মোট ১০টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১২:১৯
Share:

ব্যাঙ্ক নোট প্রেস। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় সংস্থায় বিপুল শূন্যপদ রয়েছে। সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা ব্যাঙ্ক নোট প্রেস-এ মোট ১০টি বিভাগে কর্মী প্রয়োজন। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নিরিখে অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

কোন কোন পদে নিয়োগ করা হবে?

প্রিন্টিং, কন্ট্রোল, ইনফরমেশন টেকনোলজি বিভাগে সুপারভাইজ়ার পদে ১২ জন নিয়োগ করা হবে।

Advertisement

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চার জন নিয়োগ করা হবে।

প্রিন্টিং, কন্ট্রোল, কেমিক্যাল প্লান্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, সিভিল, এনভায়রনমেন্ট বিভাগে জুনিয়র টেকনিশিয়ান পদে মোট ৯৫ জন প্রার্থীদের নেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

পদের নিরিখে, প্রিন্টিং,ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টশন, মেকানিক্যাল, মেটালার্জ়ি, কেমিক্যাল— এই সমস্ত বিষয়ে স্নাতকোত্তর ইঞ্জিনিয়ার, প্রিন্টিং টেকনোলজিতে স্নাতকোত্তর বা ডিপ্লোমা পেয়েছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এর পাশাপাশি, জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদনকারীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকা বাঞ্ছনীয়।

উক্তপদে অনূর্ধ্ব ১৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।

কী ভাবে আবেদন করা যাবে?

নির্দিষ্ট দিনের মধ্যে অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি-সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাঠাতে হবে। আবেদনের সঙ্গেই নাম নথিভুক্ত করার জন্য ৬০০ টাকা জমা দিতে হবে।

কী ভাবে নিয়োগ হবে?

উল্লিখিত পদে অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাত, কর্ণাটক,মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

বেতন:

নির্বাচিত প্রার্থীরা পদের নিরিখে মাসে ২১ হাজার থেকে ২ লক্ষ ১১ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

আবেদন গৃহীত হবে ২২ জুলাই থেকে ২১ অগস্ট, ২০২৩ পর্যন্ত। অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement