Kalyani University Recruitment 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জ়ুলজি বিভাগে কাজের সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

প্রথম এবং দ্বিতীয় বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৩৭ হাজার টাকা। এর পর তৃতীয় বছরে পারিশ্রমিকের পরিমাণ বেড়ে মাসে ৪২ হাজার টাকা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৭:৫১
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

ক্যানসার নিয়ে গবেষণাধর্মী কাজ হবে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট। যেখানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বা প্রাণীবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ইনভেস্টিগেটিং দ্য নেক্সাস বিটউইন এমএমপি-২/ টিআইএমপি-৩-এলআরপি-১ অ্যান্ড মডিউলেশান অফ দ্য সেম বাই পিডিই ইনহিবিটরস দর এ থেরাপিউটিক টার্গেট ফর ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার’। প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)।

প্রকল্পটিতে নিয়োগ হবে জুনিয়র রিসার্চ ফেলো বা জেআরএফ পদে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। প্রথম এবং দ্বিতীয় বছরে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৩৭ হাজার টাকা। এর পর তৃতীয় বছরে পারিশ্রমিকের পরিমাণ বেড়ে মাসে ৪২ হাজার টাকা হবে।

আবেদনকারীদের জ়ুলজি/ বায়োকেমিস্ট্রি/ মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি/ লাইফ সায়েন্সেস/ অ্যানিমাল সায়েন্সেস বা সম্পর্কিত বিষয়ে চার বছরের বিএস ডিগ্রি/ ইন্টিগ্রেটেড বিএস বা এমএস ডিগ্রি/ এমএসসিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, নেট বা গেট উত্তীর্ণ হওয়া জরুরি।

আগ্রহীদের এর জন্য নিজেদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে আপলোড করে আবেদন জানাতে হবে। আগামী ২১ নভেম্বর আবেদনের শেষ দিন। বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement