ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত
স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেছেন, কিংবা ডিপ্লোমা করেছেন, এমন প্রার্থীরা কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ পাবেন। ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে ২৩টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) প্রয়োজন। প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। কী ভাবে আবেদন করা যাবে, কারা আবেদন করতে পারবেন, রইল সবিস্তারে।
কারা আবেদন করতে পারবেন?
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল, ইলেকট্রিক্যাল, এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন শাখায় স্নাতকোত্তীর্ণ ইঞ্জিনিয়ারদের আবেদন গ্রহণ করা হবে।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা করেছেন, এমন প্রার্থীদের ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়া হবে।
পারিশ্রমিক:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষিতদের মাসে ১০ হাজার এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষিতদের মাসে আট হাজার ৫০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। কী ভাবে আবেদন করা যাবে
অনলাইনে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনের ফরম্যাট দেখে নিতে হবে। ডাকযোগে সমস্ত নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেধার উপর নির্ভর করে নিয়োগ করা হবে। বাছাই করা প্রার্থীদের নাম ওয়েবসাইটে ঘোষণা করা হবে। আবেদনের শেষ দিন আগামী ২৫ অগস্ট, ২০২৩। এ বিষয়ে সবিস্তারে জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।