ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত
প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরে প্রার্থী নিয়োগ করা হবে।
কোন পদে কর্মী প্রয়োজন?
এন্টোমোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
কাজের ধরন:
এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স সংক্রান্ত বিষয়ে কাজ করার দক্ষতা থাকলে হবে। ফিল্ড স্টাফদের প্রশিক্ষণ দিতে হবে। প্রযুক্তিগত বিষয়ে সাহায্য করতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে পাবলিক হেল্থ এন্টোমোলজি কিংবা প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের তিন বছর মেডিক্যাল এন্টোমোলজি বিভাগে শিক্ষকতা কিংবা গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই বিষয়ে ডক্টরেট করেছেন এবং ভেক্টর কন্ট্রোল অথবা অ্যাডভান্সড মেডিক্যাল এন্টোমোলজিতে প্রশিক্ষণ নিয়েছেন, এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদে অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র পেশ করতে হবে। ১৫ অগস্ট আবেদন গ্রহণের শেষ দিন। প্রার্থীদের অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নিতে হবে।