ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। কাজ করতে হবে কনসালট্যান্ট, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট এবং জুনিয়র প্রজেক্ট ফেলো পদে।
মনোবিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান ডেভেলপমেন্ট, এডুকেশন-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর এবং উল্লিখিত শাখায় অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি। সেই সঙ্গে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকা বিশেষ ভাবে প্রয়োজন।
পদপ্রার্থীদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। প্রতি মাসে ৩৫,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে।
সংশ্লিষ্ট কাজে চুক্তির ভিত্তিতে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত নিযুক্তদের বহাল রাখা থাকবে। পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই, আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি নয়াদিল্লির দফতরে আগামী ১৬ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।