একটি গাছ থেকে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
পাড়ার এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ৩৫ বছরের বধূর! স্থানীয়দের দাবি, ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। তা নিয়ে শুরু হয়েছিল বিবাদ। তার জেরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বধূ। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন বধূ। দেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী দিনমজুরি করেন। তাঁর দুই ছেলে রয়েছে। বড় ছেলের এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। ছোট ছেলে অষ্টম শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর আগে বিয়ে বিয়ে হয়েছিল ওই বধূর। মৃতার স্বামী জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে পাড়ার হনুমান মন্দিরে পুজো ছিল। দুই ছেলেকে নিয়ে সেখানে গিয়েছিলেন ওই ব্যক্তি। ছেলেরা মন্দির চত্বরে ছিল। স্ত্রী বাড়িতে একা রয়েছেন ভেবে তিনি বাড়িতে ফিরে আসেন। তখনই পাড়ার এক যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।
মৃতার স্বামী জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা এবং ধস্তাধস্তি শুরু হয়। ঝামেলার মধ্যেই বধূ বাড়ি থেকে পালিয়ে যান। মঙ্গলবার রাত থেকে সন্ধান মেলেনি তরুণীর। ওই ব্যক্তি থানায় অভিযোগও জানান। পুলিশ খোঁজ শুরু করে। বৃহস্পতিবার দুপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বধূর। মৃতার স্বামী বলেন, ‘‘শেষকৃত্য হয়ে গেলে আমি ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।’’