সায়েন্স সিটি। ছবি: সংগৃহীত।
কলকাতার সায়েন্স সিটিতে রয়েছে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত এনসিএসএম (ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম) অধীনস্থ সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ওই সংস্থায় ট্রেনি হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা ২০২২ কিংবা তার পরের শিক্ষাবর্ষে স্নাতক হয়েছেন, তাঁদেরই আবেদন গ্রহণ করা হবে।
নিযুক্ত ব্যক্তিকে বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এক বছরের জন্য তাঁকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি হতে পারে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তকে প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
কী ভাবে আবেদন করবেন?
কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১২ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।