ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ছবি: সংগৃহীত।
ডিআরডিও-র অধীনস্থ দফতরে কাজের সুযোগ। এই মর্মে ডিফেন্স বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রোমেডিক্যাল ল্যাবরেটরির তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে সংশ্লিষ্ট সংস্থায় কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
জুনিয়র রিসার্চ ফেলো পদে রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নকে বেছে নেওয়া হবে। প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে।
অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন। প্রাথমিক ভাবে দু’বছরের জন্য কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। কাজের পাশাপাশি পিএইচডি করারও সুযোগ থাকছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথিও। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা নির্ণয়ে ইন্টারভিউ নেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ সেপ্টেম্বর। এই সংক্রান্ত আরও তথ্য জেনে নিতে সংশ্লিষ্ট গবেষণাগারের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।