এমস ভুবনেশ্বর। ছবি: সংগৃহীত।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) ভুবনেশ্বরে কাজের সুযোগ। সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। ‘নন-মেডিক্যাল’ বিভাগে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭,২০০ টাকা। প্রকল্পটির মেয়াদ তিন বছর। প্রথমে এক বছর রয়েছে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্স/ বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আগে গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
কী ভাবে আবেদন করবেন?
এমস ভুবনেশ্বরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১০ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ১৪ ডিসেম্বর হবে ইন্টারভিউ।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এমস ভুবনেশ্বরের ওয়েবসাইটটি দেখতে পারেন।