West Bengal Assembly Election 2021

Bengal Election: সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৬ শতাংশের বেশি, কলকাতায় ভোটদানের হার কম

সন্ধ্যা ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বীরভূমে। এই জেলায় ভোট পড়েছে ৮১.৮২ শতাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১০:৫৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যে অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের গড় হার ৭৬.০৭ শতাংশ। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বীরভূমে। ভোট পড়েছে ৮১.৮২ শতাংশ। মালদহ জেলায় ভোট পড়েছে ৭৯.৯৮ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৮.০৯ শতাংশ। কলকাতায় ভোটদানের হার বাকি ৩ জেলার থেকে কম। ৫৭.৮৫ শতাংশ ভোট পড়েছে কলকাতায়।

Advertisement

মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূমের বেশ কিছু কেন্দ্রে ভোটদান ভাল পরিমাণে হয়েছে। মালদহের বৈষ্ণবনগরে ভোট পড়েছে ৮৩.০৩ শতাংশ। সুজাপুরে ভোট পড়েছে ৮১ শতাংশ। মুর্শিদাবাদের ডোমকল, হরিহরপাড়া ও জলঙ্গিতে ভোট পড়েছে যথাক্রমে ৮১.২৫, ৮৪.১৯ ও ৮১.০৫ শতাংশ। বীরভূমের বোলপুরে ভোট পড়েছে ৮০.৫৪ শতাংশ। দুবরাজপুরে ৮১.০৫, নানুরে ৮১.৪৫ ও লাভপুরে ৮৪.০৩ শতাংশ ভোট পড়েছে। বীরভূমেরই হাসন কেন্দ্রে ৮৩.০২ শতাংশ ভোট পড়েছে।

কলকাতার কেন্দ্রগুলিতে ভোটদানের হার কিছুটা কম। জোড়াসাঁকোয় ভোট পড়েছে ৪৮.৪৫ শতাংশ, এন্টালিতে ৬৫.৭৯ শতাংশ ও মানিকতলাতে ৬০.৯২ শতাংশ ভোট পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement