প্রচারে হুমায়ুন কবীর। নিজস্ব চিত্র।
বীরভূমের আমোদপুরে প্রচারে এসে মনিরুল ইসলামকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। বললেন, ‘‘মনিরুল ইসলাম ক্রিমিনাল। আমি ওকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়েছি।’’
মঙ্গলবার বীরভূমের লাভপুর বিধানসভার আমোদপুরে প্রচারে আসেন হুমায়ুন। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক মনিরুল এ বারে নির্দল প্রার্থী। তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন মনিরুল। কিন্তু সেখানেও টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন তিনি।
প্রচারে এসে হুমায়ুন বলেন, ‘‘মনিরুলকে আমি ধরেছিলাম। প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছিল। নিজের অপরাধের কথা স্বীকারও করেছিল। মনিরুল নিজে খুন করেছে। মনিরুল নিজেই বলেছে পায়ের তলায় তিন জনকে পিষে মেরেছে। গণতান্ত্রিক উপায়ে মানুষ ২৯ তারিখ মনিরুলকে সব বুঝিয়ে দেবে।’’
বীরভূমের নির্বাচনের ফলফল নিয়েও মন্তব্য করেন হুমায়ুন। তিনি বলেন, ‘‘১-২টো আসনের বেশি বিজেপি পাবে না৷’’ একই সঙ্গে সোমবার বীরভূমে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপর আক্রমণের ঘটনার নিন্দা করেছেন হুমায়ুন। যদিও তিনি বলেন, ‘‘গ্রামের মানুষেরা এমনিতে কিছু করে না। ভারতী কোনও উস্কানিমূলক কথা বলেছেন কি না দেখা দরকার৷’’
হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে মনিরুল বলেন, ‘‘আমি ২০১০ সালে একবার গ্রেফতার হয়েছিলাম। তখন হুমায়ুন কবীর পুলিশ সুপার ছিলেন। আমাকে বামেরা ফাঁসিয়েছিল। লাভপুরের বুকে আমাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর কথা আমার বা লাভপুরের মানুষের জানা নেই। যতই হুমায়ুন প্রচারে আসুক, তৃণমূল লাভপুরে এ বার স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটে হারবে৷’’